Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
বৈকালিক স্বাস্থ্য সেবা চালুকরণ
বিস্তারিত
আজ থেকে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হলো হয়েছে বৈকালিক স্বাস্থ্য সেবা "বৈকালিক চেম্বার"। এর মাধ্যমে প্রথমবারের মত সরকারি অফিস সময়ের পরে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অফিসার কর্তৃক রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি মহোদয় আজ বিকাল ৩ টায় ভার্চুয়ালি একযোগে সারাদেশের ২০ টি উপজেলায় এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এখন থেকে প্রতিদিন মেডিসিন, শিশু, গাইনী ও অন্যান্য শারীরিক সমস্যার জন্য সকালের পাশাপাশি বিকালেও সরকারি নির্দিষ্ট ফি'র বিনিময়ে স্বাস্থ্য সেবা অব্যাহত থাকবে। গংগাচড়া উপজেলায় বৈকালিক চেম্বার সেবা উদ্বোধন করেন রংপুর জেলা স্বাস্থ্য বিভাগের কর্ণধার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর। এসময় উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো. রুহুল আমিন, রংপুর জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রুহুল আমিন, গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, গংগাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আসিফ ফেরদৌস, গংগাচড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, স্থানীয় জনপ্রতিনিধি, গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ। আজকে প্রথম দিনে ৫ জন রোগী সেবা নিয়েছেন। এর মধ্যে ২ জন শিশু ও ৩ জন বয়স্ক ব্যক্তি সেবা ছিলেন। সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. মনিরুজ্জামান সরকার ও শিশু বিশেষজ্ঞ ডা. সিফাত বিনতে করিম।
ছবি
প্রকাশের তারিখ
30/03/2023
আর্কাইভ তারিখ
31/12/2024